HTML accept Attribute
accept শব্দের অর্থ গ্রহণ করা। accept এট্রিবিউট ফাইল আপলোডের জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ একটি ওয়েব পেজে আপনি যখন ফাইল আপলোড বাটন তৈরী করবেন তখন ব্যবহারকারী যে কোন ধরনের ফাইল আপলোড করতে পারবে। কিন্তু accept এট্রিবিউট দ্বারা কোন্ টাইপের ফাইল আপলোড করা যাবে তা নির্ধারণ করে দিতে পারেন। এজন্য প্রথমে জেনে নেব File Type বা File Extension কি? File Type অনেক প্রকার হয়ে থাকে। যেমনঃ-
Media Types মিডিয়া বলতে Tv,Computer,Mobile ইত্যাদী বুঝানো হয়। কত প্রকারের মিডিয়া টাইপ হতে পারে তা বিস্তারিত জানতে এই লিংকে Media Types ক্লিক করুন।
Audio Types Sound অর্থাৎ কানে শোনা যায় এমন সকল ফাইল টাইপ গুলোকে Audio File Types বলা হয়।
Video Types Video অর্থাৎ চোখে দেখা যায় এমন সকল ফাইল টাইপ গুলোকে Video File Types বলা হয়।
Image Types Image অর্থাৎ ছবি জাতীয় সকল ফাইল টাইপ গুলোকে Image File Types বুঝানো হয়।
File Extension File Extension হচ্ছে ফাইলের ফরমেট নির্দেশকারী একটি সূচক যা ফাইল নামের শেষে যুক্ত থাকে। যেমন .jpg, .text, .pdf,.doc ইত্যাদী। accept এট্রিবিউট অডিও, ভিডিও,ইমেজ,মিডিয়া এবং সকল ফাইল এক্টেনশনের জন্য ব্যবহার করা যাবে। এখানে আমি কেবল ডিজাইনটা দেখিয়েছি। ফাইল রিচিভ করার জন্য PHP, ASP.net ইত্যাদী ব্যবহার করতে হবে। আরো জানতে ভিডিও টিউটোরিয়ালটি দেখুন।
বিস্তারিত ভিডিও সহ দেখুন
কোড উদাহরণ
<!DOCTYPE html>
<html>
<head>
<meta charset="UTF-8">
<title>HTML accept Attribute</title>
</head>
<body>
Choice An Image <input type="file" accept="image/*">
</body>
</html>
ভিডিও দেখুন নিজে করুন
ফলাফল
accept এট্রিবিউটের সেনটেক্স
<input accept="file_extension|audio/*|video/*|image/*|media_type">
file_extension
<input type="file" accept=".pdf">
নিজে করে দেখুন
audio/*
<input type="file" accept="audio/*">
নিজে করে দেখুন
video/*
<input type="file" accept="video/*">
নিজে করে দেখুন
media_type
<input type="file" accept="text/html">
নিজে করে দেখুন
<form> ট্যাগের মাঝে ব্যবহারের নিয়ম।
<form action="/action_page.php">
<input type="file" name="image" accept="image/*">
<input type="submit">
</form>
নিজে করে দেখুন
accept এট্রিবিউটের ব্রাউজার সাপোর্ট
এট্রিবিউট |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
---|---|---|---|---|---|
accept | 8.0 | 4.0 | 10.0 | 6.0 | 15.0 |
accept এট্রিবিউট যে ট্যাগের সাথে ব্যবহৃত হয়
ট্যাগ | বর্ণনা |
---|---|
<input> | accept এট্রিবিউট দ্বারা কোন্ ধরনের ফাইল আপলোড করা যাবে তা নির্দিষ্ট করা হয়। |
Keep Your Ads Here...
ঐতিহাসিক কালার থিওরি

এইচটিএমএল আইকন

ওয়েবের যত ফন্টস

সিএসএস এনিমেশন

হরেক রকম মেনু

রকমারি বাটন
