আজাক্স টিউটোরিয়াল (Ajax Home)
AJAX বলতে Asynchronous JavaScript And XML. বুঝানো হয়। AJAX এর কাজ হচ্ছে কোন রকম লোডিং ছাড়াই একটি সম্পূর্ণ পেজ প্রদর্শিত করা। ডাইনামিক এবং ইন্টারেক্টিভ ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য AJAX একটি ওয়েব ডেভেলপমেন্ট কৌশল। যেহেতু AJAX ব্যবহার করে আপনি একটি ওয়েব পেজের সম্পূর্ণ অংশ পুনরায় লোড করা ছাড়াই আপনার কাংখিত অংশকে আপডেট বা পরিবর্তন করতে পারেন। সেহেতু আপনার পেজের গতি বাড়বে এটাই স্বাভাবিক। AJAX ইউজারের অগোচরেই ওয়েব পেজের একটি অংশ'কে রিলোড করতে সক্ষম। তাই প্রফেশনাল ওয়েব ডেভেলপার অনেকেই AJAX ব্যবহার করে থাকেন।
বিস্তারিত ভিডিও সহ দেখুন
এই সিরিজে যা যা থাকছে
এই সিরিজে AJAX নিয়ে প্রয়োজনীয় অনেক টিউটোরিয়াল থাকছে। AJAX ব্যবহার করে দেখাব জাভাস্ক্রিপ্ট এর সাথে। AJAX ব্যবহার করে দেখাব পিএইচপি এর সাথে। AJAX ব্যবহার করে দেখাব জেকিউরি এর সাথে। AJAX কিভাবে পিএইচপি এবং এক্সএমএল এর সমন্বয়ে ব্যবহার করতে হয় তা বিস্তারিত টিউটোরিয়াল থাকছে। সার্চবারে সহ ফেসবুকে ব্যবহ্নত AJAX এর কিছু উদাহরণ থাকছে এই সব টিউটোরিয়াল গুলোতে।
Keep Your Ads Here...
ঐতিহাসিক কালার থিওরি

এইচটিএমএল আইকন

ওয়েবের যত ফন্টস

সিএসএস এনিমেশন

হরেক রকম মেনু

রকমারি বাটন
