এএসপি টিউটোরিয়াল (ASP.NET Home)
ASP.NET এর দু'টো ব্যতিক্রমি অর্থ বুঝানো হয়। একটি হচ্ছে, Application Service Provider. অর্থাৎ ইন্টানেট বিত্তিক অ্যাপ্লিকেশন পরিষেবা সরবরাহকারী। এবং আরেকটি হচ্ছে, Active Server Page. অর্থাৎ ইন্টানেট বিত্তিক সক্রিয় সার্ভার পেজ। যেটাই হোক - এই দু'টো ব্যাখ্যার অর্থ একটি, আর তা হল - ASP.NET হচ্ছে, একটি সার্ভার সাইড স্ক্রিপ্টিং প্রযুক্তি বা ফ্রেমওয়ার্ক যা সার্ভার থেকে ওয়েব রিকুয়েষ্ট প্রসেসিং এর মাধ্যমে পরিচালিত হয়। ASP.NET দিয়ে আপনি সহজে একটি সম্পূর্ণ ওয়েবসাইট তৈরী করতে পারেন। ইহা যেহেতু মাইক্রোসফ্ট দ্বারা উন্নত করা হয়েছে, সেহেতু গতিশীল ওয়েবসাইট তৈরীতে ASP.NET অবশ্যই প্রথমে থাকবে এটাই স্বাভাবিক। এছাড়াও ইদানিং মোবাইল এপ্লিকেশনের কাজেও ASP.NET ব্যবহ্নত হচ্ছে। ।
বিস্তারিত ভিডিও সহ দেখুন
এই সিরিজে যা যা থাকছে
এই সিরিজে ASP.NET এর বেসিক লেবেল থেকে এডভান্স লেবেলের বেশ কিছু টিউটোরিয়াল থাকছে। বিষেশ করে ওয়েবসাইটের জন্য প্রযোজ্য এমন সকল বিষয়ের উপর আমার হাইলাইট হবে বেশি। ভিজিয়াল ষ্টুডিও ব্যবহার করে কিভাবে একটি ওয়েব পেজ বানানো যায় তার প্রতিটি সেকশন'কে আলাদা আলাদা করে ভিডিও সহ দেখানো হয়েছে। ভিডিও টিউটোরিয়াল গুলো দেখার অনুরুধ থাকল।
Keep Your Ads Here...
ঐতিহাসিক কালার থিওরি

এইচটিএমএল আইকন

ওয়েবের যত ফন্টস

সিএসএস এনিমেশন

হরেক রকম মেনু

রকমারি বাটন
