আপওয়ার্কের সেরা কাজ গুলো কি কি
ফ্রীল্যান্সিং ও আউটসোর্সিং কি এটা কম বেশি আমরা সবাই জানি। তবে, এক কথায় যদি বলতে হয় তাহলে ফ্রিল্যান্সিং হচ্ছে, কোথাও কারো আন্ডারে চাকরি না করে স্বাধীন ভাবে নিজ বাসায় বা যে কোন স্থান থেকে কাজ করে উপার্জন করাকে ফ্রিল্যান্সিং বলা হয়। বিগত সাত আট বছর আগেও এই শব্দগুলো আমাদের কাছে পরিচিত ছিল না। কিন্তু সময়ের পরিবর্তে বেকার সমস্যা থেকে মুক্তি পেতে ইতিমধ্যে আমাদের বাংলাদেশীদের কাছে ফ্রীল্যান্সিং ও আউটসোর্সিং অতি পরিচিত শব্দ হিসাবে পরিচিতি পাচ্ছে। যদিও কেউ কেউ এই শব্দগুলোকে ভাল ভাবে নিতে পারে নি। এক শ্রেনীর কিছু অসাধু ব্যাবসায়ীদের কারণে অনেকের কাছে শব্দ দু'টি নিন্দিত শব্দ বলে মনে হয়। অথচ কোনভাবেই এমনটা হবার কথা ছিল না।
আমাদের দেশে শিক্ষিত বেকারের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। দেশে উপযুক্ত কাজ পাওয়া সোনার হরিণ পাওয়ার মত কঠিন হয়ে যাচ্ছে। তাই ওরা জীবনের প্রয়োজনে বিকল্প আয়ের উৎস খুজছে। এমন অবস্থায় ফ্রীল্যান্সিং ও আউটসোর্সিং শব্দ দু'টি বাংলাদেশের মানুষের কাছে অতি দ্রুত পরিচিতি লাভ করে। এবং সবচেয়ে বড় সুখবর হচ্ছে, ইতিমধ্য বাংলাদেশের লক্ষ লক্ষ বেকার যুবক আউটসোর্সিং ব্যবস্থার মাধ্যমে নিজের ভাগ্য পরিবর্তন করতে সক্ষম হয়েছে। এটি একটি সহজ উপায়ে অনলাইনে আয়। তাই সবাই কম বেশি জানতে আগ্রহী হয় যে, মার্কেটপ্লেস সাইট গুলোতে কি কি কাজ পাওয়া যায়, এবং আমি কি কাজ শিখলে ভাল হয়।
আপওয়ার্ক সহ অনেক মার্কেটপ্লেস আছে যেখানে হাজার ক্যাটেগরীর কাজ পাওয়া যায়। আপনি কি কাজ শিখবেন সেটা নির্ভর করে সম্পূর্ণ আপনার নিজের উপর। যে কাজ করতে আপনার ভাল লাগে সেটাই শেখা উচিত বলে আমি মনে করি। তবে আমি এখানে সেরা কয়েকটি কাজ এবং সেই কাজ গুলোর প্রধান ক্যাটেগরী গুলো লিষ্ট আকারে দিয়েছি। সেখান থেকে আপনি আপনার পছন্দের কাজটি বেছে নিন। এবং মার্কেটপ্লেসে কাজ শুরু করার আগে ভাল করে কাজটি শিখে নিন।
আপওয়ার্ক এর সেরা কাজ গুলো
Web, Mobile & Software Dev.
IT & Networking
Customer Service
Data Science & Analytics
Admin Support
Engineering & Architecture
Legal
Writing
Design & Creative
Sales & Marketing
Translation
Accounting & Consulting
Keep Your Ads Here...
ঐতিহাসিক কালার থিওরি

এইচটিএমএল আইকন

ওয়েবের যত ফন্টস

সিএসএস এনিমেশন

হরেক রকম মেনু

রকমারি বাটন
