এইচটিএমএল <comment> ট্যাগ
এইচটিএমএলে কোন কোডকে কমেন্ট করার জন্য এই ট্যাগটি ব্যবহার করা হয়। কমেন্টের মধ্যে থাকা কোনকিছুই ব্রাউজারে প্রদর্শিত হবে না।
এইচটিএমএল কমেন্ট বলতে মুলত কোড এডিটরের কমেন্টকে বুঝানো হয়। পূর্ণাঙ্গ পেজ বানাতে গিয়ে আমাদেরকে হাজার হাজার লাইন কোড করতে হয়। কোথায় কি বিষয়ে বা কোন্ সেকশনের কোড করা হয়েছে তা সনাক্ত করার জন্য আমরা কিছু কমেন্ট করে রাখি। পরবর্তিতে যখনই কোন বিশেষ একটি সেকশনের কোড সম্পাদন করার প্রয়োজন হয়, তখন আমাদেরকে সেই সেকশনের কোড খুঁজতে গিয়ে বিড়ম্বনায় পড়তে হয় না। অতি সহজে অল্প সময়ে কমেন্ট দেখে আমরা সেই সেকশন খুঁজে নিতে পারি। তাছাড়া অনেক সময় আমাদেকে গ্রুপ করে ওয়েব সাইট বানাতে হয়। কেউ ডিজানের কাজ করলে অন্য কেউ হয়তো ডেভেলপমেন্টের কাজ করে। তখন ডিজাইনার যে কোড করেছে তা ডেভেলপার এই কমেন্টের সাহায্যে কোড গুলোর সেকশন সহজে খুঁজে নিতে পারে।
সুতারাং কোন কোডকে ব্রাউজারে দেখাতে না চাইলে আমরা এই <!-- -->
কমেন্ট ট্যাগ ব্যবহার করব। ফলে কমেন্ট ট্যাগের মাঝখানে থাকা কোড গুলি ছাড়া বাকি কোডের আউটপুট ব্রাজারে প্রদর্শিত হবে। এছাড়াও কমেন্ট ট্যাগের ভিতরে যদি কোন জাভাস্ক্রিপ্ট কোড থাকে সেটার ও কার্জক্রম চলতে পারে না। সাধারণত জাভাস্ক্রিপ্ট এর কমেন্ট ভিন্ন রকম হয় কিন্তু এইচটিএমএল কমেন্ট ট্যাগ জাভাস্ক্রিপ্টের কাজকেও বাধা দিয়ে থাকে। আরো জানতে ভিডিও টিউটোরিয়ালটি দেখুন।
বিস্তারিত ভিডিও সহ দেখুন
কোড উদাহরণ
<!DOCTYPE html>
<html>
<head>
<meta charset="UTF-8">
<title> HTML comment Tag </title>
</head>
<body>
<h2>This Headline Is Out Of Comment.</h2>
<!--
<h3>এইচটিএমএল কমেন্ট </h3>
<section>
<p>
অতি সহজে অল্প সময়ে কমেন্ট দেখে আমরা সেই সেক্শন খুঁজে নিতে পারি। তাছাড়া অনেক সময় আমাদেকে গ্রুপ করে ওয়েব সাইট
বানাতে হয়।কেউ ডিজানের কাজ করলে অন্য কেউ হয়তো ডেভেলপমেন্টের কাজ করে। তখন ডিজাইনার যে কোড করেছে তা ডেভেলপার
এইকমেন্টের সাহায্যেকোড গুলোর সেক্শন সহজে খুঁজে নিতে পারে। কমেন্ট ব্রাউজারে দেখা যায় না। কমেন্ট শুধুমাত্র ডিজাইনার
আরডেভেলপার এর সুবিধার জন্য করা হয়।
</p>
</section>
-->
<p> ইহা যেহেতু কমেন্টের বাইরে আছে সেহেতু ব্রাউজারে ইহা প্রদর্শণ হবে। </p>
</body>
</html>
ভিডিও দেখুন নিজে করুন
ফলাফল
<comment> ট্যাগের ব্রাউজার সাপোর্ট
এলিমেন্ট |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
---|---|---|---|---|---|
<comment> |
হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ |
এইচটিএমএল Comment জাভাস্ক্রিপ্টকেও অচল করে।
<p id="Digit"></p>
<!--
<script>
function Anthology(a1, a2) {
return a1 * a2;
}
document.getElementById("Digit").innerHTML = Anthology(5, 4);
</script>
-->
<b>This Is The Text Outside From Comment. </b>
<p>বিঃ দ্রঃ- কমেন্ট চিহ্ন সরিয়ে নিলে স্কীপ্টের কাজ চলবে। ফলে 20 আউটপু আসবে। </p>
নিজে করে দেখুন
গ্লোবাল এট্রিবিউট |
ইভেন্ট এট্রিবিউট |
---|---|
সাপোর্ট করে না | সাপোর্ট করে না |
Global Attributes | Event Attributes |
Keep Your Ads Here...
ঐতিহাসিক কালার থিওরি

এইচটিএমএল আইকন

ওয়েবের যত ফন্টস

রঙের নাম এবং কোড

হরেক রকম মেনু

রকমারি বাটন
