এইচটিএমএল টিউটোরিয়াল (HTML Tutorials)
এইচটিএমএল দিয়ে আপনি যে কোন ধরনের ওয়েবসাইট তৈরী করতে পারবেন। এইচটিএমএল সাধারণত একটি ওয়েবসাইটের মুল কাটামো তৈরী করে। একটি বিল্ডিং বানাতে যেমন বিত্তিপ্রস্থর দেওয়া হয়। ঠিক তেমনি একটি ওয়েবসাইটের বিত্তিপ্রস্তর হচ্ছে এইচটিএমএল। আর ডিজাইন করতে সিএসএস এবং ওয়েবসাইটের কিছু কন্টেন্ট'কে ডাইনামিক করতে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করা হয়। এইচএসএল যদিও প্রোগ্রামিং ভাষা নয় কিন্তু পিএইচপি সহ অধিকাংশ প্রোগ্রামিং ভাষা এইচটিএমএল এর সাথে ব্যবহার করা হয়। ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্ট শিখতে হলে সর্বপ্রথম এইচটিএমএল'কে ভাল ভাবে শিখে নেওয়া একান্ত জরুরী।
বিস্তারিত ভিডিও সহ দেখুন
এই সিরিজে যা যা থাকছে
এই সিরিজে এইচটিএমএল এবং এইচটিএমএল এর প্রায় সকল ট্যাগ, এলিমেন্ট এবং এট্রিবিউট নিয়ে বিস্তারিত টিউটোরিয়াল রয়েছে। মাঝে মাঝে কিছু সিএসএস এর কাজ থাকছে। কালার বা রঙ নিয়ে সবার মাঝে কিছুটা কনফিউশন থাকে। এইচটিএমএল রঙ নিয়ে করা টিউটোরিয়াল গুলো দেখলে আশা করি সব কনফিউশন দূর হয়ে যাবে। রঙ কোড কিভাবে করবেন এবং কোন্ কোড থেকে সাম্ভাব্য কোন্ রংটা আসতে পারে তার আইডিয়া পাবেন এই টিউটোরিয়াল গুলোতে। এইচটিএমএল ট্যাগ লিষ্ট থেকে এইচটিএমএলের সকল ট্যাগের ব্যবহার উদাহরণ সহ বিস্তারিত বুঝানো হয়েছে। তেমনি, এইচটিএমএল এট্রিবিউট লিষ্ট থেকে ও সকল এট্রিবিউট এবং ব্যবহার বিস্তারিত উদাহরণ সহ দেওয়া হয়েছে। পাশাপাশি ভিডিও টিউটোরিয়াল গুলোতে কাজ করে লাইভ দেখানো হয়েছে। প্রতিটি ভিডিও এর নিচে কোড এডিটর আছে। ভিডিও দেখে দেখে কোড এডিটরে কোড এডিট করে লাইভ ফলাফল দেখতে পারেন।
Keep Your Ads Here...
ঐতিহাসিক কালার থিওরি

এইচটিএমএল আইকন

ওয়েবের যত ফন্টস

সিএসএস এনিমেশন

হরেক রকম মেনু

রকমারি বাটন
