পিএইচপি টিউটোরিয়াল (PHP Tutorials)
পিএইচপি হচ্ছে একটি সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাংগুয়েজ বা সার্ভার নিয়ন্ত্রিত স্ক্রিপ্টিং ভাষা। অর্থাৎ স্ক্রিপ্ট গুলোকে ইউজার দ্বারা কম্পিউটার থেকে নিয়ন্ত্রনের পরিবর্তে সার্ভার থেকে নিয়ন্ত্রণ করা হয়। যেহেতু এই ভাষাটিকে সরাসরি সার্ভার থেকে নিয়ন্ত্রণ করা হয় সেহেতু ওয়েবসাইটের গতি, প্রসেসিং, ইউজার ইন্টারফেস, কাজের দ্রুতগতি সব কিছুতেই বিশাল রকমের উন্নতি ঘঠবে এটাই স্বাভাবিক। পিএইচপি ব্যবহারের ফলে ডাইনামিকালি সব কাজ হয়ে যায় বলেই এটিকে ওয়েব ডেভেলপেমেন্টের জন্য সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। একারণে কেউ কেউ পিএইচপি'কে ওয়েব ডেভেলপেমেন্ট ল্যাংগুয়েজ বলে থাকে।
বিস্তারিত ভিডিও সহ দেখুন
এই সিরিজে যা যা থাকছে
এই সিরিজে পিএইচপি'তে অধিক ব্যবহার করা হয় এমন সকল টিউটোরিয়াল গুলো রয়েছে। পিএইচপি বেসিক থেকে এডভান্স পিএইচপি, এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর প্রয়োজনীয় টিউটোরিয়াল গুলো রয়েছে। আর্টিকেলের পাশাপাশি ভিডিও টিউটোরিয়াল গুলোতে লাইভ কাজ করে দেখানো হয়েছে। যাতে করে একজন ইউজার দেখে দেখে ট্রাই করতে পারেন। আরো কিছু দরকার হলে নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা যথাসাধ্য আপনার কমেন্টের উত্তর দিতে চেষ্টা করব।
Keep Your Ads Here...
ঐতিহাসিক কালার থিওরি

এইচটিএমএল আইকন

ওয়েবের যত ফন্টস

সিএসএস এনিমেশন

হরেক রকম মেনু

রকমারি বাটন
