পিএসডি টিউটোরিয়াল (PSD-HTML Home)
PSD বলতে Photoshop Design. বুঝানো হয়েছে। অর্থাৎ পটোশপে করা যে কোন ডিজাইন'কে পিএসডি বলা হয়। PSD TO HTML বলতে Photoshop Design To HTML অর্থাৎ পটোশপে করা ডিজাইন'কে এইচটিএমএল ডকুমেন্টের সাথে যুক্ত করাই হচ্ছে পিএসডি টু এইচটিএমএল। PSD ফাইল'কে HTML ফাইলে কনভার্ট করা অনেক সহজ। বিস্তারিত জানতে ভিডিও টিউটোরিয়াল গুলো দেখুন।
বিস্তারিত ভিডিও সহ দেখুন
এই সিরিজে যা যা থাকছে
এই সিরিজে আমি পটোশপে একটি টুরিজম ওয়েবসাইটের দু'একটি পেজ তৈরী করব। হেডার, মেনু, সাইডবার, স্লাডার, মেইন কন্টেন্ট এবং ফুটার, প্রতিটি আলাদা আলাদা লেয়ার থেকে পিএসডি ফাইল তুলে এনে এইচটিএমএল ডকুমেন্টে যুক্ত করে দেখাব। এবং সেটাকে আবার বুটস্ট্রাপ দিয়ে রেস্পন্সিভ করে দেখাব। আমি আশা করছি এই টিউটোরিয়াল গুলো থেকে আপনি ডিজাইনের নতুন কিছু আইডিয়া পাবেন ইনশা-আল্লহ।
Keep Your Ads Here...
ঐতিহাসিক কালার থিওরি

এইচটিএমএল আইকন

ওয়েবের যত ফন্টস

সিএসএস এনিমেশন

হরেক রকম মেনু

রকমারি বাটন
