এসকিউএল টিউটোরিয়াল (SQL Tutorials)
এসকিউএল হচ্ছে রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। অর্থাৎ রিলেশনাল ডাটাবেজ'কে এক্সেস করার জন্য আমরা এসকিউএল ব্যবহার করে থাকি। এটি একটি প্রোগ্রামিং ভাষা। এই ভাষা'টি ব্যবহার করে আমরা ডাটাবেজ এবং টেবিল তৈরী করে, কিউরি চালিয়ে টেবিলে ডাটা প্রবেশ করতে পারি। এবং সেই টেবিল থেকে প্রয়োজনীয় ডাটা তুলে আনতে পারি। সব কিছুই আপডেট এবং ডিলিট করতে পারি। বিস্তারিত জানতে ভিডিও টিউটোরিয়াল গুলো দেখুন।
বিস্তারিত ভিডিও সহ দেখুন
এই সিরিজে যা যা থাকছে
এই সিরিজে এসকিউএল এর সকল বিষয়ে বিস্তারিত ভাবে বুঝানো হয়েছে। লোকাল সার্ভার ডাউনলোড করা থেকে লইয়া ডাটাবেজ তৈরী, টেবিল তৈরী, টেবিলে ডাটা ঢুকানো এবং টেবিল থেকে ডাটা নিয়ে আসা, আপডেট, ড্রপ, ডিলেট, ফাংশন ইত্যাদী সব কিছুই বিস্তারিত ভিডিও সহ থাকছে।
Keep Your Ads Here...
ঐতিহাসিক কালার থিওরি

এইচটিএমএল আইকন

ওয়েবের যত ফন্টস

সিএসএস এনিমেশন

হরেক রকম মেনু

রকমারি বাটন
